চালক-সহকারীকে মারধর করে বেঁধে রাখার প্রতিবাদে ডাকা ধর্মঘটের দুই ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে জেলার ছয় সড়কে যান চলাচল শুরু হয়।
বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, রাজাপুরে আমাদের শ্রমিককে মারধর করা হয়েছে। এর বিচারের দাবিতে ঝালকাঠি থেকে সবধরনের বাস চলাচল বন্ধ রেখেছিলাম। প্রশাসন ও মালিক সমিতি সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনর্দুভোগ লাঘবের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বাসের সুপারভাইজার রাকিব জানায়, দুপুর দেড়টার দিকে ঝালকাঠি সমিতির বাস (ঢাকা মেট্রো ব-১১-৫১৪০) পিরোজপুর থেকে ছেড়ে রাজাপুর মেডিকেল মোড়ে পৌঁছালে কাউন্টারম্যান যাত্রীর টাকা কম দেয়।
এনিয়ে বাগবিতণ্ডা হয়। স্থানীয় কাউন্টারম্যান মো. বাবুল মৃধা ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে বেঁধে রাখে। পরে অন্য বাসের চালকরা তাদের ছাড়িয়ে আনে।
এর বিচারের দাবিতে ঝালকাঠি বাস টার্মিনাল থেকে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, ঝালকাঠি-কাঠালিয়াসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।