TT Ads

 

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী (১৮)। আজ সোমবার সকাল ১০টা থেকে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার প্রাইভেট শিক্ষক আল মামুনের বাড়িতে অনশনে বসেন ওই কলেজছাত্রী। তিনি একাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

দাবি করে অনশনরত ওই কলেজছাত্রী বলেন, ‘৬ বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়ার সময় আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আল-মামুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।এখন বিয়ের করার কথা বললে তিনি টালবাহানা করছেন। এখন আমাকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলব।’ তিনি আরও বলেন, ‘আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ের করার কথা রয়েছে। এজন্য আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দিব না।’

এ বিষয়ে আল মামুনের সঙ্গে যোগাযোগ না হলে তার বাবা আমির হোসেন বলেন, ‘ওই মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। ওই মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’ তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীকালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *