#

 

#

নিজস্ব প্রতিবেদক //দাবীকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্বামীর নির্যাতন ও জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী।গতবছর ২০ ডিসেম্বর বরিশাল মেট্রোপল্টন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নগরীর পলাশপুর ৫ নং ওয়ার্ড ৭ নং গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা মুন্নী বেগম (৩৪)।বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি মোঃ মামুন হাওলাদার(৫০) এর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।আসামী উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। এব্যাপারে ভুক্তভোগী ওই নারী জানান,দায়েরকৃত মামলায় আইনি জটিলতা সৃষ্টি হবার পর আসামি, তাকে ও তার সন্তানদের কাছে মাদক রেখে ধরিয়ে দেবার হুমকি প্রদান করেন এবং বিভিন্ন সময়ে তার বাসায় মাদক রাখার প্রচেষ্টাও চালান।এই অভিযোগ এনে গত ৩১ শে জানুয়ারি বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন মুন্নি বেগম।গত ২০ ফেব্রুয়ারি কাউনিয়া থানা পুলিশ আসামি মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য লাভলী বেগম।স্থানীয় আদালত সূত্রে জানা গেছে পলাশপুর এলাকার বাসিন্দা মামলার বাদী মুন্নী বেগমের প্রথম স্বামী মুহাম্মদ ইউসুফ মোল্লার মৃত্যুর পর মামুন হাওলাদার কে ৫ লক্ষ টাকা দেনমোহরের ধার্য করিয়া গত ২০১৬ সালের ৪ জুন মাসে নগরীর দরগাবাড়ি পোল ২৩ নং ওয়ার্ডে কাজী অফিসে বসে মুন্নি বেগমকে বিয়ে করেন।বিয়ের পর মুন্নি বেগম তার স্বামী মামুনকে ড্রেজার ব্যবসার জন্য ৫ লক্ষ টাকা দেন। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে গত পাঁচ বছর যাবত মামুন কোন কাজ করেন না।এখন যৌতুকের দাবিতে আরো পাঁচ লক্ষ টাকা চায়।টাকা দিতে অস্বীকার জানালে গত তিন চার বছর যাবত মুন্নীর উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। উপায় না পেয়ে সর্বশেষ আদালতে মামলা দায়ের করেন যার মামলা (নাম্বার ৩৪৬)।বর্তমানে তিনি নগরীর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে সুষ্ঠু সহযোগিতা কামনা করছেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here