TT Ads

দেশ ছেড়ে ভারত প্রবেশের সময় বরিশাল নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার থেকে আটক করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটান্যান্ট কর্নেল আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা বর্ডার থেকে নিরব হোসেন টুটুল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তার বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী নেতা। টুটুলের বিষয়ে আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

প্রসঙ্গতঃ গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা ভাংচুর শুরু হয়। এতে আত্মগোপনে থাকতে নগরী ছেড়েছেন অধিকাংশ নেতাকর্মী।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *