TT Ads

 

বরিশাল নগরীর বাজার রোড এলাকায় অবস্থিত কে.এম.সি হাসপাতালে সেবা নিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছে বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার মো: নিফুলা ইয়াসমিন নামের এক নারী।
ঘটনাটি ঘটেছে গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক ৬ ঘটিকার সময়। এ বিষয় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নিলুফার ভাই মো: মিজানুর রহমান পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে গত ১৮ অক্টোবর মো: মিজানুর রহমান ও মোসা: নীলুফা ইয়াসমিন তাদের বৃদ্ধ মায়ের সুচিকিৎসার জন্য নগরীর কেএমসি হাসপাতালে ভর্তি করেন।
পরদিন সকালে অর্থাৎ ১৯ অক্টোবর সকাল ৬ ঘটিকায় নিলুফা হাতমুখ ধোয়ার জন্য ওয়াশরুমে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গলায় পড়ে থাকা সোয়া ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি হাসপাতালে কর্তৃপক্ষের কাছে জানালে তারা কোন কর্ণপাত না করে উল্টো নিলুফার অসতর্কতা বলে চুপ থাকতে বলে। এরপর নিলুফা ইয়াসমিনের ভাই মো: মিজানুর রহমান ৯৯৯ এ ফোন করে পুলিশের সহয়তা কামনা করেন।
খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছে আমানগঞ্জ ফাঁড়ির দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এছাড়াও ঘটনার বিস্তারিত তুলে ধরে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মো: মিজানুর রহমান।
এ বিষয় ভুক্তভুগী মো: মিজানুর রহমান বলেন, হাসপাতালের বাথরুমের জানালা ভাঙ্গা এটা একমাত্র তারাই জানে যারা এখানে কাজ করে। এই ঘটনার সাথে হাসপাতালের ম্যানেজার, আয়া, বুয়াসহ সিকিউরিটি গার্ড জরিত। ছিনতাই কোন ঘটনাটি সাধারণ কোন চুরি নয় এটা পূর্ব পরিকল্পিত।
তিনি আরও বলেন আমার বোনের প্রায় ২লক্ষ টাকার চেইন নিয়ে গেছে সে বিষয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না দিয়ে উল্টো হাসপাতালের ম্যানেজার আমাকে হুমকি ধামকি দিচ্ছে আমি তাদের প্রতিষ্ঠানে পুলিশ এনেছি কেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *