পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল বেগম (৫০) নিশানবাড়িয়া গ্রামের মো. হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী। হাবিবুর চাকামইয়া ইউনিয়নের মৌলভীরতবক গ্রামের জামে মসজিদের ইমামতী করেন বলে জানায় পুলিশ।
মুকুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে ২৭ বছর বয়সী মুসা তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি তদন্ত মো. ইলিয়াস তালুকদার।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, পাশের বাড়ির এক নারীর সঙ্গে মুকুল বেগমের বেশ ভাল সম্পর্ক ছিল। তাই উভয়ের বাড়িতে প্রায়ই তাদের আসা যাওয়া ছিল। সন্ধ্যার পর পাশের বাড়ির ওই নারী মুকুল বেগমের সঙ্গে দেখা করতে আসার পর ঘরে ঢুকে রক্ত দেখে চিৎকার করেন। তখন বাড়ির লোকজন এসে মুকুল বেগমের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
রোববার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। এ সময় মুকুল বেগমের স্বামী হাবিবুর রহমান বাড়িতে ছিলেন না বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
হাবিবুর রহমান তালুকদার বলেন, আমার প্রথম স্ত্রী মারা গেছেন অনেক দিন আগে। মুকুল বেগম আমার দ্বিতীয় স্ত্রী। গতকাল দুপুরে ভাত খাওয়ার পর আমি নামাজ পড়াতে মসজিদে যাই। ঘটনা শুনতে পেয়ে বাড়িতে এসে দেখি আমার সব শেষ।”
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মুসা তাদের নির্মানাধীণ ভবনের ছাদে পানি দিচ্ছিল। এ সময় সাথে পাশের বাড়ির আরও একটি ছেলে ছিল। সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হত্যাকাণ্ডটি রহস্যজনক মনে হচ্ছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।







