TT Ads

শামীম আহমেদ :: বরিশালের হিজলার মেঘনা নদীতে দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ নিধন করার অপরাধে সাত জেলেকে আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছরের সাজা প্রদান করার পর আজ শনিবার সকল জেলেকে বরিশাল কারাগারে প্রেরণ করেছে হিজলা থানা পুলিশ প্রশাসন।

আটককৃত জেলেরা হচ্ছেনঃ খলিল খান,সুমন মাঝি, দেলোয়ার হোসেন,বাবুল সরদার,শহীদ বেপারী, মানিক মাঝি ও জালাল সরদার।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বেল­াল হোসেন বলেন, শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ হালিম হিজলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ সরঞ্জাম দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে। এদের সকলের বাড়ি হিজলা ও পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলায়। এরা সকলেই পেশাধারী মৎস্য জেলে এবং জীবন জীবিকার একমাত্র অবলম্বন বলে জেলেরা জানান।

রাতে অভিযান শেষে ফিরে এসে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে রাতে হিজলা থানায় হস্তান্তর করা হয়। আজ শনিবার (১০ই) অক্টোবর সকালে সাজা প্রদান করা জেলেদেরকে বরিশাল কারাগারে প্রেরন করে থানা পুরিশ প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মোঃ আঃ হালিম জানান, তাদের অভিযান অব্যহত থাকবে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *