TT Ads

বরিশাল প্রতিনিধি :: বরিশালে শিশু রনি (১১) হত্যা মামলায় আপন মা কনা বেগমসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় এ রায় দেন বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, রুহুল আমীন নলি ও শাহীন নলি। তারা সম্পর্কে দুই ভাই।

মামলার নথির বরাত দিয়ে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীর হাট থানার পশ্চিম রতনপুর এলাকায় মায়ের পরকীয়ার সম্পর্ক ছেলে রনি দেখে ফেলে। এর জের ধরে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপুরে মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি যোগসাজশে রনিকে হত্যা করে।

ঘটনার পরের দিন রনির বাবা লকিত উল্লাহ দোয়ারী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের তদন্ত সাপেক্ষ আসামিদের স্বীকারোক্তিতে চার্জশিট দেন।

এরপর ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ আদেশ দেন বিচারক। আদেশের সময় মা কনা বেগম ও পরকীয়া প্রেমিক রুহুল আমিন উপস্থিত ছিলেন। আরেক দণ্ডপ্রাপ্ত শাহিন নলি পলাতক রয়েছেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *