নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ এবং উজিরপুরে অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এ ঘটনায় বাকেরগঞ্জ ও উজিরপুর থানায় পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের হয়েছে।
সোমবার র্যাবের পৃথক পেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বাকেরগঞ্জের দক্ষিন দুধল মৌ গ্রামে অভিযান চালিয়ে ৮৬পিস ইয়াবা সহ মো. সাখাওয়াত হোসেন সেতুকে (২৭) আটক করে। আটক সেতু ওই এলাকার মো. শামসের হোসেনের ছেলে।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে সেতুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে র্যাবের আরেকটি দল রবিবার রাতে উজিরপুরের সাকরাল গ্রামে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবা সহ মো. রোমান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে। সে ওই গ্রামের মো. শামসুল হক হাওলাদারের ছেলে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।