TT Ads

বরিশাল গির্জা মহল্লা মেডিনোভার বিরূদ্ধে রোগীর সাথে প্রতারণার অভিযোগ তুললেন বরিশালের স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ডা. সাহিদা বেগম মিনু। তিনি এর আগে সেখানে দীর্ঘদিন চেম্বার করেছেন। করোনাকালে চেম্বার বন্ধ হলে আর সেখানে যাননি। বর্তমানে তিনি সদর রোড ল্যাব এইড এ চেম্বার করছেন।

মেডিনোভা কর্তৃপক্ষ এখনো ডা.সাহিদা বেগম মিনুর নামে সেখানে অন্য একজন জুনিয়রকে দিয়ে রোগী দেখাচ্ছেন। এতে ডা. মিনুর কোন প্রকার অনুমতি কিংবা সম্মতি নেওয়া হয়নি। এমনকি ডা. মিনু যাতে জানতে না পারেন সে ধরনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এমন অভিযোগ তুলে ডা. মিনু তার ফেসবুক পেইজে একটি বিস্তারিত পোস্ট দিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, আমি প্রথমে এক রোগীর কাছ থেকে ঘটনাটি শুনি। পরে সেখানে আমার সাবেক এসিস্ট্যান্টকে ফোন দিয়ে সত্যতা পাই।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *