TT Ads

মাদক মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছে গৌরনদীর কাসেমাবাদ গ্রামের মৃত আঃ মালেক আকনের ছেলে সামাজ আকন মুন্না কে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে ওই আদালতের পেশকার হেদায়েত উল্লাহ নবী ওরফে জাকির জানান, ২০১৮ সনের ২৭ অক্টোবর গৌরনদী বাজারের ব্রিজের উপর দাঁড়ানো আসামীর কাছ থেকে ৩৯৭ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৮ এর ১টি দল।

র‌্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে ২০১৮ সনের ২৭ অক্টোবর মামলা দায়ের করেন। ২০১৮ সনের ১৬ ডিসেম্বার মামলার চার্জশিট দেন গৌরনদী থানার এসআই তাজেল আহমেদ। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *