TT Ads

 

ইমরান হোসেন / লিটন বাইজিদঃ একসময় তিনি ছিলেন বিএনপির তুখোর কর্মী। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দল পাল্টিয়ে নিজেকে সেইভ সাইডে নেওয়ার জন্য কিছুদিনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। ২০১৬ সালে দলটির প্রতিনিধি হয়ে করেন কাশীপুর ইউনিয়ন পরিষধের নির্বাচন। তবে অতিরিক্ত টাউটারি ও সাধারন মানুষের সাথে প্রতারনা করার কারনে বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার কাছে বিশাল ব্যাবধানে পরাজয় বরন করেন। পরাজয়ের গ্লানি মুছতে ও নিজের অবস্থানকে পাকা পোক্ত করতে নির্বাচনের মাত্র ১বছরের মাথায় ক্ষমতাশীল দল আওয়ামীলীগে যোগদান করেন। নাম মাত্র আওয়ামীলীগে যোগদান করেই ঠান্ডা মাথায় পূর্বের অপকর্ম গুলোকে নতুন করে জানান দেন। নগরীর বিভিন্ন স্থানে নামে বেনামে কিনেছেন জমি। আছে বেশ কিছু পালিত দালল। বলছি বরিশাল নগরীর পেঁয়াজ ব্যবসায়ী ও কাশীপুর আর.আর.এফ পুলিশ লাইন সংলগ্ন বাসীন্দা মৃত মানিক সিকদারের ছেলে আরিফুর রহমান পলাশ সিকদারের কথা। ভয়ংকর এই প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে । নগরীর বাজার রোডে অবস্থিত শিকদার বানিজ্যালয় ও শিকদার ট্রেডিং নামে দুটি দোকানের মালিকানা স্বত্বে দীর্ঘদিন ব্যবসা করে আসতেছিল আরিফুর রহমান পলাশ। ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন জনের সাথে পরিচিতি অর্জন করে ব্যবসায় লাভের অংশ, ফ্লাট বিক্রিসহ বিভিন্ন উপায়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অনেক মানুষের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এই প্রতারক। নগরীর বাজার রোডে একাধিক ব্যাবসায়ির সাথে কথা বলে জানা যায় তার নামে যে দোকান দুটি ছিল সিকদার বানিজ্যালয় ও শিকদার ট্রেডিং সেই দোকান দুটি বিগত সপ্তাহখানেক আগে বিক্রি করে মালিকানা পরিবর্তন করেন। আরো জানা যায় বাজাররোডে অনেক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে প্রতারক পলাশ। বরিশালের কয়েকটি ব্যাংকেও তার নামে অনেক টাকার লোন রয়েছে। বর্তমানে পলাশ কর্তৃক প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় তাকে হন্যে হয়ে খুঁজছে এবং প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে। বরিশালে কাশিপুর আনসার ক্যাম্পের সাথে তার বাসায় খোঁজখবর নিলেও কাউকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে কোথায় আছে এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারেনি তবে লোকমুখে শোনা যায় বর্তমানে সে আমেরিকায় পালিয়ে গেছে। প্রতারক আরিফুর রহমান পলাশ কে ধরিয়ে দিতে প্রশাসন সহ সকল মহলের নিকট অনুরোধ জানান ভুক্তভোগীরা। এদিকে বরিশাল প্রশাসনের উর্দ্বতন এক কর্মকর্তা (নাম প্রকাশ না করা শর্তে) জানিয়েছেন প্রতারক আরিফুর রহমান পলাশ শিকদারের বিরুদ্বে আমাদের কাছে ইতিপূর্বে প্রতারনার বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছ।তার বিরুদ্বে অতি দ্রুতই ব্যাবস্থা গ্রহন করার কথাও জানিয়েছেন তিনি।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *