মেহেদী তামিম||মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হল যানবাহন। একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কোন না কোন যানবাহনের দরকার। কিন্তু মহামারি করোনা ভাইরাস ( কোভিড ১৯) এর কারনে সরকার ঘোষিত ধাপে,ধাপে লকডাউনে সেই যানবাহন হয়েছিল অচল।দীর্ঘ ৪০ দিন টানা লকডাউনের পর সরকার থেকে ঘোষণা আসল ১০ ই আগষ্টের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে সকল প্রকার যানবাহন।তাই দেশের সকল জেলার মত বরিশাল জেলার নগরীতেও চলতে শুরু করেছে সকল প্রকার যানবাহন।সরেজমিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের মেলা। অতিরিক্ত যানবাহনের কারনে বিভিন্ন সড়কের মুখে যানজটও দেখা যায়।সড়কের যানবাহনের চিত্র দেখলে মনে হয় যেন ২-১ দিন পরে ঈদ।হাসি ফুটে এসেছে নগরীর সকল প্রকার চালকদের মাঝে। সি,এন,জি চালক রাসেল বলেন লকডাউন সিথিল করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই, তা না হলে আমাদের আর বাঁচার উপায় ছিলনা,এবং সরকার আমাদের যে গাড়ি চালানোর জন্য করোনার বিধিনিষেধ দিয়েছে তা আমরা মেনে চলবো।অটোচালক সুমন বলেন মনে হয় যেন আজ আমরা নতুন কোন জীবন পেয়েছি, কেননা ধাপে,ধাপে লকডাউনে অনেক টাকা দেনা আছি। গাড়ির চাকা যদি এখন চলে তাহলে দেনা পরিশোধ করে, নিজেরাও ভালো ভাবে চলতে পারব।আপনাদের থ্রি হুইলারেতো যাএীর সংখ্যা নিদিষ্ট করে দেয়া হয়েছে, জি ভাই আগে আমরা ৮ জন নিতাম আর এখন আমাদের ৫ জন করে স্বাস্হবিধি মেনে গাড়ি চালাতে বলা হয়েছে, তারপরও লকডাউন শিথিল হয়েছে এতে আমরা খুব খুশি।সি,এন,জির যাএী পলাশ বলেন সরকার এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে এর জন্য তাকে ধন্যবাদ জানাই,এবং যানবাহনে যে যাএীর সংখ্যা নিদিষ্ট করে দিয়েছে তার জন্যও ধন্যবাদ জানাই।বরিশাল জেলা ও মহানগর থ্রি হুইলার কমিটির সভাপতি মোঃমতলেব বলেন,স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল চালকদের গাড়ি চালানোর কথা বলা হয়েছে এবং সরকার থেকে যে নিদিষ্ট যাএীর সংখ্যা বলা হয়েছে সে দিগেও লক্ষ রাখার কথা বলা হয়েছে। এই বিষয়ে মেট্রোপলিটন ডিসি, ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন, চালক এবং যাএীদের উভয়েরই স্বাস্হবিধি মেনে চলা চল করতে হবে, এবং সরকার থেকে যে নিদিষ্ট যাএীর সংখ্যা বলা হয়েছে, সে দিগে খেয়াল রাখতে হবে, যদি কেউ স্বাস্হবিধি না মেনে অতিরিক্ত যাএী ও ভাড়া বেশি নেয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এবং আমাদের অভিযান আগের মতই চলমান আছে এবং থাকবে।

 

বরিশাল নদীবন্দরে নোঙর করা লঞ্চগুলো মঙ্গলবার সকাল থেকে ধোয়ামোছা করছেন শ্রমিকরা। দীর্ঘদিন পর লকডাউন শিথিল করায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রয়েছে লঞ্চের কেবিনের আগাম টিকিটের চাহিদা। ২০ দিন পর লঞ্চ চলাচল শুরুর খবরে খুশি নৌযান শ্রমিকরা।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহন করতে হবে। ব্যত্যয় হলেই নেওয়া হবে ব্যবস্থা।

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে বরিশাল নদীবন্দরে নোঙর করে রাখা ছিল বিলাসবহুল নয়টি লঞ্চ। ঘাটে অব্যবহৃত থাকা অবস্থায় সেগুলোতে ধুলো-ময়লা জমেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে চলাচলের জন্য যাত্রী পরিবহনের উপযোগী করে তোলা হচ্ছে।

ধোয়া-মোছা করে লঞ্চগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে
শ্রমিকরা ধোয়ামোছা করে লঞ্চগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। শ্রমিকরা জানালেন, স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চে যাত্রী বহন করা হবে।

এদিকে লঞ্চগুলোর টিকিট কাউন্টারেও ভিড় দেখা গেছে। প্রতিটি লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা।

বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী বহন করতে হবে। ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা যাবে না। ভাড়া হবে সাধারণ সময়ের মতোই।’

সর্বশেষ গত ২২ জুলাই ঢাকা থেকে বরিশালের উদ্দেশে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ। এরপর থেকে নদীবন্দরে অলস পড়ে ছিল। বরিশাল-ঢাকা রুট ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যম নৌপথ।

 

অতিরিক্ত মদ পান করার কারণে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই চীনা শ্রমিকের নাম ওজান(৪০)। ওজান তালতলী উপজেলায় নির্মাণধীন তাপবিদ্যুৎ প্রকল্পের আওতায় শ্রমিকের কাজ করতেন।

ওজানের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক)হাসপাতালের মর্গে রয়েছে।

শেবামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম ডেথ সার্টিফিকেটের বরাত দিয়ে বলেন, গতকাল সোমবার অতিরিক্ত মদ পান করার কারণে এক চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাকে সোমবার রাতে ৩টা ২০ মিনিটের সময়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় (আজ) মঙ্গলবার সকালে ৯টা ৪০ মিনিটের সময় ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়।

তালতলী থানার ওসি জানান, শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

 

বরিশালে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) শহরের সদর রোড ও বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করে সেবা গ্রহীতার জীবন ঝুঁকির মুখে পড়তে এমন শঙ্কায় কাকলির মোড়ের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা এবং বাটারগলির গ্লোব ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানকে আরও ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।’

বরিশালের খবর, বিভাগের খবর

 

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত নারী ইউপি সদস্য সুলতা বৈদ্য (৩২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ধামুড়া-সানুহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- উজিরপুরের কুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে বিকেলে ইউপি সদস্য সুলতা বৈদ্য তার স্বামী পঙ্কজ ঢালীর সাথে মোটরসাইকেলযোগে গৌরনদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামুড়া-সানুহার সড়কে মোটরসাইকেলটি রাস্তায় থাকা নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নির্মাণের একটি রোলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ইউপি সদস্য ও তার স্বামী আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা ইউপি সদস্য সুলতা বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আরশাদ ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বরিশাল নগরীতে ফুটপাতের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। তার মধ্যে একজন সাবেক ছাত্রলীগ নেতা।

নগরের বান্দ‌ রোড এলাকায় মঙ্গলবার ভো‌রে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি আহমেদ হোসেন রুবেল ও কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার উজ্জ্বল মাতুব্বর।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ভোরে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন স্থানীয়রা। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আমতলার মোড়সংলগ্ন এলাকায় যাওয়ার সময় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ওই মোটরসাইকেলের। এ সময় ওই দুই যুবক সড়কে ছিটকে পড়লে আহত হন তারা। হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।

 

ইয়াবা ও টাকাসহ আটকের পর সেগুলো রেখে দুই ব্যক্তিকে ছেড়ে দেয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন শাহ মোহাম্মদ হাসান, আরাফাত নাজিম উদ্দীন এবং বিমল চাকমা। তারা সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের কনস্টেবল। গ্রেপ্তার অন্য তিনজন হলেন মাদকসহ আটক মো. বেলাল ও মো. আরাফাত এবং তাদের সহযোগী নেজাম উদ্দিন।

থানা সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট নাপিতের চর থেকে ২৪০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ বেলাল ও আরাফাতকে আটক করেন ওই তিন কনস্টেবল। ইয়াবা ও টাকা রেখে দেয়ার বিনিময়ে ওই দুজনকে ছেড়ে দেন তারা। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন ওই তিনজন।

বিষয়টি জানাজানি হলে সাতকানিয়া সার্কেলের এএসপি জাকারিয়া রহমান জিকুর নির্দেশে তদন্ত শুরু করেন থানার এসআই জাহাঙ্গীর আলম। অভিযোগের সত্যতা পেয়ে তিন কনস্টেবল, তাদের সোর্স সোলাইমান এবং মাদক কারবারি বেলাল, আরাফাতসহ আটজনকে আসামি করে মামলা হয়। মামলা করেন এসআই জাহাঙ্গীর।

সেই মামলায় ওই তিন কনস্টেবলকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বুদ্বীপ থেকে গোপন সংবাদে ভিত্তিতে বরিশাল ডিবি (ওসি) আব্দুল রাজ্জাক মোল্লার নির্দেশনায় উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মো কাদের ফরাজি’র ছেলে মো.মাসুম ফরাজিকে (৩৫) ১ কেজি গাঁজা সহ আটক করে বরিশাল ডিবি টিম।।

১০ আগস্ট মঙ্গলবার রাত ১২টায় ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন, আবু হুরায়রা জিহান, সহকারী উপ-পরিদর্শক মো. কিবরিয়া,মো.মশিউর, মো. বশির উদ্দিন, ও মো. রিয়াজ হোসেন এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গাঁজার রমরমা ব্যবসায় মাদক বিক্রেতা উৎফুল্ল হয়ে উঠেছিল।

১ কেজি গাঁজা সহ মাদক বিক্রেতাকে এবং এর আগেও বিভিন্ন সময়ে ইয়াবা ট্যাবলেট সহ বহু মাদক ব্যবসায়ী ও সেবকদের আটক করায় বানারীপাড়া উপজেলার সচেতন মহলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে বরিশাল ডিবি পুলিশ।

এবিষয়ে ডিবি পুলিশের উপ- পরিদর্শক বেলায়েত হোসেন বলেন,গাঁজাসহ আসামি কে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে, বরিশাল জেলা ডিবি পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান সবসময়ই অব্যাহত থাকবে ।।

বরিশালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- চরবাড়িয়া এলাকার মাসুম খান ওরফে হেলাল উদ্দীন ওরফে বুলেট (৪১), বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল এলাকার পারভিন বেগম (৪০) ও যশোর জেলার শারশা থানাধীন বাগাছড়া বকুলতলা এলাকার মোসা. রিজিয়া আক্তার তানিয়া (৪২)। এছাড়া অভিযানের সময় ইকবাল হোসেন নামে একজন পালিয়ে যান।
তিনি যশোর জেলার শর্শা থানাধীন ১ নম্বর কলোনির বাগাছড়া এলাকার ফজর আলী গাইনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন বৈদ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় তাদের আটক করা হয়। অভিযানে আটকদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশের সদস্যরা চরকাউয়া সংলগ্ন লাহারহাটগামী সড়কে অভিযান চালান। এ সময় ১২২ পিস ইয়াবা ও আধাকেজি গাঁজাসহ রাসেল তালুকদার (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল চরকাউয়া এলাকার বাসিন্দা করিম তালুকদারের ছেলে।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

নিজস্ব প্রতিবেদক: আশেকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর বিভাগ FGRF অধীনে বিভিন্ন জায়গায় অসহায় ও দুঃস্থ মানুষদের কে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। সোমবার ৯ আগস্ট বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। দাওয়াত ইসলামীর বিভিন্ন দ্বীনি কাজের পাশাপাশি করোনাকালীন সময়ে দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ ,কাফন দাফন কার্যক্রম পরিচালনা করা , বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দেশবাসীকে এই কাজে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। করোনা মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার দরবারে দোয়া সহ ভ্যাকসিন নেয়ারও আহ্বান জানায়। এবং দাওয়াতে ইসলামী পরিচালনা দিয়ে ১০০% শরীয়ত সম্মত চ্যানেল মাদানী চ্যানেল বাংলা দেখার আহ্বান জানানো হয় (প্রেস বিজ্ঞপ্তি)।