TT Ads

বরিশাল নগরীতে সড়কের পাশ থেকে কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মালেক রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করার সময় তার চোখে একটি কার্টন পড়ে। পরে তিনি কাগজের কার্টনটি খুলে দেখতে পান মৃত নবজাতকের লাশ। পাশেই দায়িত্বরত এটিএসআই কালামকে বিষয়টি জানালে তিনি থানায় খবর দেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি কাগজের কার্টনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পরিচ্ছন্নতা কর্মী ও ট্রাফিক পুলিশ বিষয়টি জানালে পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে গত রাতেই ফেলে রাখা হয় লাশটি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *