ব‌রিশা‌লের মুলাদী‌ উপজেলায় ম‌নির হাওলাদার (৩২) না‌মে এক যুব‌কের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জামাল মৃধা ও আলম হো‌সেন না‌মে দুইজন‌কে আটক করেছে। আটককৃতরা একই এলাকার বা‌সিন্দা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সকালে ম‌নি‌রের বা‌ড়ি সংলগ্ন আবুল সরদা‌রের বা‌ড়ির জ‌মির সীমানার ওপর থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ম‌নির হাওলাদার মুলাদী উপ‌জেলার কা‌জিরচর এলাকার চরক‌মিশনারের ছালাম হাওলাদা‌রের ছে‌লে। তিনি মুলাদী বাস কাউন্টারের কেরানি প‌দে চাকরি করতেন।

ম‌নি‌রের ছোট ভাই পা‌ভেল হা‌ওলাদার জানান, ম‌নির দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল সরদা‌রের গরুর খামা‌রে কাজ কর‌তেন। ত‌বে তাকে কো‌নো টাকা দেয়‌া হয়নি। এই নি‌য়ে দ্বন্দ্ব চ‌লছিলো তাদের ম‌ধ্যে। একা‌ধিকবার টাকা চে‌য়েও পায়‌নি ম‌নির বরং তাকে হুম‌কি দেয়া হ‌য়ে‌ছি‌লো জেল খাটা‌নোর।

পাভেল বলেন, গত সোমবার রাত ৯টায় আমার কাছ থে‌কে ম‌নির ৫০ টাকা চে‌য়ে নি‌য়ে‌ছি‌লো। এরপর আর দেখা হয়‌নি। মঙ্গলবার সকা‌ল ৯টায় খবর পাই ম‌নি‌রের মরদেহ পাওয়া গে‌ছে।

মুলাদী থানা পু‌লি‌শের অফিসার ইনচার্য (ও‌সি) এস এম মাকসুদুর রহমান জানান, সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল থে‌কে ওই যুব‌কের গলাকাটা মৃত‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।

ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌বে। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এর সা‌থে কেউ জ‌ড়িত র‌য়ে‌ছে কি না সে‌টি তদন্ত চল‌ছে।

গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার ভোররাতে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা

ইউনিয়নের পাশের্^মারী গ্রামের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বামীকে আটক করেছে গ্রামবাসী। নিহত আশরাফুন্নেছা বেগম (৩০) পাশের্^মারী গ্রামের শফিকুল গাজীর (৪৫) স্ত্রী।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। মাঝেমধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। দ্বিতীয় বউয়ের পরামর্শে তিনি প্রথম স্ত্রীকে চার মাসের গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করেন। এরপর সোমবার (২৩ মে) তাকে মারধরে করে চলে যান। রাতে আবারও প্রথম স্ত্রী আশরাফুন্নেছার কাছে আসেন শফিকুল। ভোররাতের দিকে প্রথমে মারধর করে গলা চেপে হত্যার চেষ্টা করেন। তারপর বালিশচাপা দিয়ে হত্যা করেন। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে রেখে পুলিশে খবর দেয়।

শফিকুল এভাবে ঘটনার বর্ণনা দিয়ে সবার সামনে হত্যার কথা স্বীকার করে বলে জানান গাবুরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান।

ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বরিশালে ২ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম লিটন হাওলাদার।

 

সে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতী ইউনিয়নের মো. চান্দে আলী হাওলাদার এর ছেলে। রবিবার (২২ মে) বিকেল ৪ টার দিকে নগরীর ফরেস্টার বাড়ির পুল এলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, রবিবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালী মডেল থানা’ র পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি এর নেতৃত্বে এসআই মো. সাইদুর রহমান সহ একটি দল নগরীর ফরেস্টার বাড়ির পুল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিচ ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

 

পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে মান মর্যাদা হানিকর, আক্রমণাত্মক তথ্য প্রচারের অভিযোগে রুবেল চৌধুরী ওরফে অপূর্ব মাহমুদ চৌকিদার (৩০) ও মহিউদ্দীন সাগর (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিজ্ঞ আদালত এদের দুই জনকে পটুয়াখালী কারাগারে প্রেরণ করেন।

পুলিশ জানায়, সোমবার রাতে আসামী রুবেল চৌধুরীকে ঢাকা থেকে এবং মহিউদ্দীন সাগরকে উপজেলার লালুয়া থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে ফেসবুকে মান মর্যাদা হানীকর, আক্রমণাত্মক, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করায় এদের বিরুদ্ধে সেই শিক্ষক দম্পতি ১১ মে জিডি দায়ের করেন।

এরপরও আসামীরা বিভিন্ন তারিখ ও সময় তাদের ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন নানান তথ্য উপাত্ত প্রচার করায় খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: শাহআলম বাদী হয়ে ২৩ মে কলাপাড়া থানায় উল্লিখিত দুই আসামীসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ভিকটিম সহকারী শিক্ষিকা মোসা: চারচিয়াস কলি স্বাক্ষী রয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, আসামী রুবেল চৌধুরী তার ফেসবুক আইডি এবং অপর আসামী মহিউদ্দীন সাগর তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময় ওই শিক্ষক দম্পতি ও তার পরিবারকে অপমান, অপদস্থ এবং হেয়প্রতিপন্ন মূলক পোষ্ট প্রচার করে।

এতে সেই দম্পতির কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে ঘৃণার উদ্রেক করে দীর্ঘবছর ধরে গড়ে ওঠা সম্প্রীতি বিনষ্ট করা সহ সমাজের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর উপক্রম হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো: জসিম জানান, আসামী রুবেল চৌধুরী ও মহিউদ্দীন সাগর আইন শৃংখলা অবনতি ঘটানোর লক্ষে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ করে মান মর্যাদা হানীকর, আক্রমণাত্মক তথ্য প্রচারের দায়ে অভিযুক্ত।

এদের দু’জনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে আসামীদের নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমাণ্ড আবেদন করবেন বলে জানান তিনি।

 

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সম্মেলন এবং আওয়ামী লীগের সমাবেশ কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ দু’গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টা দিকে উপজেলার বাঘড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাইপাস মোড়ে উপজেলা বিএনপি দলীয় কাযার্লয়ে সম্মেলনের আয়োজন করে। এর কাছেই বাইপাস সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগও একই সময় সমাবেশ ডাকে। এতে সকাল থেকেই দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে পুলিশ প্রশাসনের অনুরোধে উপজেলা বিএনপির আয়োজন সরিয়ে বাঘড়ি এলাকায় নিয়ে যায়। দুপুরে সেখানে দু’পক্ষ মিছিল-স্লোগান নিয়ে অবস্থান নিলে সংঘর্ষ বাধে। এসময় লাঠি সোটা আর ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্যসহ দুই পক্ষের কমপক্ষে ১০জন আহত হন।
এরপর ব্যপক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রনে রয়েছে।