বরিশালের উজিরপুরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান।
এর আগে সকালে ইমাম আবুল হাসান হাওলাদারের (৩১) বিরুদ্ধে উজিরপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন শিশুটির মা।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জিয়াউল জানান, উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদে ইমামতির পাশপাশি মক্তবে শিশুদের আরবি শিক্ষা দেন আবুল হাসান হাওলাদার। এলাকার অন্য শিশুদের সঙ্গে ভোরে তার কাছে আরবি শিখতে যেত বাদীর ছেলে।
“শনিবার মক্তব থেকে বাড়ি ফিরলে তাকে বিমর্ষ দেখায়। খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয় সে। কিন্তু পরিবারের কাউকে কিছু জানায়নি।”
ওসি বলেন, সন্ধ্যায় সে মাকে জানায়-মক্তব ছুটি হলে অন্য শিশুরা চলে গেলেও ইমাম আবুল হাসান তাকে যেতে নিষেধ করেন। পরে ইমামের কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এই ঘটনা কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেন আবুল হাসান।
এই ঘটনায় ছেলেটির মা সকালে থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।