TT Ads

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুর উপজেলার শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে আনোয়ার বেপারী ও খাদিজা বেগম নামের পেশাদার মাদক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মাহাবুবুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে শানুহার এলাকার একটি ভাড়াটিয়া বাসায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে ওসি মোঃ জিয়াউল আহসান ও এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রেতা ও সাতটি মামলার আসামী আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে ৩ কেজি ৮৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক দম্পতি কালকিনি উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *