নিজ হেফাজতে ফেনসিডিল রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল নগরীর দুই নারী মাদক কারবারি হাসিনা বেগম ও হেলেনা বেগমকে ৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম নগরীর কাউনিয়া বাগানবাড়ি এলাকার মমতাজ ফরাজীর ভাড়াটিয়া ও আনিস ওরফে আনিসুর রহমানের স্ত্রী। এছাড়া হেলেনা বেগম ওই বাড়ির আবু বকর সিদ্দিকির স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুনব্বী জাকির জানান, ২০১৯ সালের ১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই হাবিবুর রহমান ফোর্স নিয়ে মমতাজ ফরাজীর ভাড়াটিয়ার বাসায় অভিযান চালান। এ সময় ২২ বোতল ফেনসিডিলসহ হাসিনা বেগম ও ২১ বোতল ফেনসিডিলসহ হেলেনা বেগমকে আটক করা হয়। পরে মামলা দায়ের করা হয়।
একই বছর ২৫ আগষ্ট মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই গোবিন্দ চন্দ্র ওই দুই নারীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দেন।