#

ঝালকাঠি প্রতিনিধি ॥ এনেস্থেসিয়া চিকিৎসক না থাকায় ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দু’বছর ধরে গর্ভবতী মায়ের অস্ত্রোপচার বন্ধ রয়েছে । ফলে অন্ত:সত্বা নারীদের স্থানীয় বেসরকারি ক্লিনিক ও বরিশাল বিভাগীয় সদরে যেতে হয়। এতে মোটা অংকের টাকা খরচের পাশাপাশি মৃত্যু ঝুঁকি বেড়েছে।

#

 

ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় দু’বছর ধরে এনেস্থেসিয়া চিকিৎসক নেই। উচ্চতর প্রশিক্ষনে গিয়ে কর্মস্থলে আর ফিরে আসেননি তিনি। এতে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার।

 

জরুরি হলেও অন্ত:সত্বা নারীদের এখন অস্ত্রোপচার হচ্ছে না। তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং বিভাগীয় শহর বরিশালে নিয়ে যেতে হয়। এতে মোটা অংকের টাকা খরচের পাশাপাশি মৃত্যুঝুঁকি বেড়েছে।

 

আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অস্ত্রোপচার বন্ধ রাখাটা দু:খজনক বলে মনে করেন, এই চিকিৎসক। শিগগিরি একজন চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানায়, পরিবার পরিকল্পনা বিভাগ। এ ব্যাপারে কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে এলাকাবাসী।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here