গত ১৯ জানুয়ারি বুধবার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কন্ঠ, দৈনিক বাংলাদেশ বাণী, দৈনিক সময়ের বার্তা সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় কাউনিয়া ট্রাফিক পুলিশের নামে লাখ টাকা হাতাচ্ছে ওরা কারা! শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটিতে ‘ব্যাটারি চালিত হলুদ অটোর টোকেন বাণিজ্য করে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কাউনিয়া বাসের হাটখোলা এলাকার
কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র, প্রকাশ্যে চাঁদাবাজির যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে সিরিয়াল নিয়ন্ত্রণ করার জন্য প্রতি গাড়ি থেকে ১০ টাকা করে লাইন ম্যান কে দেওয়া হয়। লাইন ম্যান গাড়িগুলো সিরিয়াল করে রাখে এবং যানযট নিরসনের জন্য কাজ করে।সংবাদের মধ্যে প্রতি অটোর শ্রমিকদের থেকে মাসে এক হাজার টাকা করে চাঁদা নেয়ার কথা যে উল্ল্যেখ করা হয়েছে তা প্রকৃত পক্ষে সত্য নয়। একটি কুচক্রী মহল আমাদের নাম ক্ষুন্ন করতে এবং সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে উক্ত সম্পর্কিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক_
আসলাম,হায়দার, আকবর, কালাম
কাউনিয়া, বাসের হাটখোলা ২ নং ওয়ার্ড বরিশাল।