TT Ads
নিজেস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা রুপাতলি বাস স্ট্যান্ড। প্রতিদিনই  দূরদূরান্ত থেকে সহ হাজার মানুষের চলাচল।এর পাশেই আবাসিক এলাকা হাউজিং মধ্যেই বরিশাল জেলা পরিষদের স্টলে গড়ে ওঠা মুরগীর দোকান গুলোতে প্রতিনিয়ত সাধারন ক্রেতাদের নানা ভাবে ঠকানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও সরজমিনে গিয়ে দেখা যায়, হাউজিং এলাকার মধ্যে গড়ে ওঠা বরিশাল জেলা পরিষদের স্টলে মুরগীর দোকান গুলোতে প্রতিদিনের বাজার দরে মূল্য তালিকার বোড কিছু দোকানে থাকলেও নেই তাতে প্রতিদিনের বাজার মূল্য দর। এছাড়াও  প্রায় দোকানেই রয়েছে সরকার নির্ষেধ নিষিদ্ধ  কাটার পালা।অভিযোগ সূএে জানাযায়, মুরগী ব্যবসায়ী সোহেল বিশ্বাস,ইকবাল ও সায়েম দীর্ঘ দিন যাবৎ সাধারন ক্রেতাদের প্রতিকেজি মুরগীতে দেড় শ’ থেকে দুই শ’ গ্রাম মাপে কম দেয়। এছাড়াও রয়েছে তাদের বিরুদ্ধে দামের বিড়াম্বনা অভিযোগ। নাম না প্রকাশ অনিচ্ছুক এক ক্রেতা জানান,তাদের কাছে থেকে মুরগী কিনলে অনন্য বাজারে চেয়ে দাম ৩০ থেকে ৪০ টাকা বেশি রাখে। এছাড়াও সরকার নিষিদ্ধ কাটার পালা দিয়ে মাপে যাতে প্রতিকেজিতে দেড় শ’ থেকে দুই শ’ গ্রাম মাপে কম দেয়।এব্যাপারে বরিশাল ভোক্তা অধিকার ও সংরক্ষণ  অধিদফতর জানান,আমাদের প্রতিদিনই বাজার মনিটরিং চলছে।সঠিক তথ্য প্রমান পেলে অচিরেই এ সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *