#

বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা তালুকদারের বিরুদ্ধে শত বছরের রেকর্ডিও খাল দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে উদয়কাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার জনগুরুত্বপূর্ণ খালের ভিতরে বাধ দিয়ে শ্রমিকের মাধ্যমে মাটি দিয়ে খাল ভরাট কাজ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে বিষয়টি মুঠোফোনে জানিয়ে খাল ভরাট কাজ বন্ধ করে দেন। ওই খালটি দিয়ে এলাকাবাসী চলাচল ও খালের পানি কৃষি কাজে ব্যবহার করে থাকেন। এছাড়া খালটি এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখে। সম্প্রতি জনগুরুত্বপূর্ণ খালটি রক্ষায় এর ওপর কয়েক লাখ টাকা ব্যয়ে সরকারীভাবে কালভার্ট নির্মাণ করা হয়েছে। খালের সম্পত্তি নিজেদের মালিকানা দাবি করে তা ভরাট করে দখল চেষ্টা চালান ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রভাবশালী ওই আওয়ামী লীগ নেতাকে বাধা দিতে ভয় পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরনাপন্ন হন। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী বলেন,বর্তমান সরকার যেখানে দেশের প্রতিটি আনাচে কানাচের খাল খনন এবং অবৈধ দখল মুক্ত করছেন তখন আমার ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ খাল ভরাট করার কথা শুনে সরজমিনে গিয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু মিয়া,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুশান্ত হালদার,সহ-সভাপতি সন্তোষ মিস্ত্রী ও যুগ্ম সম্পাদক স্বপন বিশ্বাস সহ স্থানীয়দের নিয়ে খাল ভরাটে বাধা দিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে অভিযোগ করেছি। এ বিষয়ে উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার দাবি করেন ওই সম্পত্তি খালের নয় তাদের ব্যক্তি মালিকানা। সরকারি সার্ভেযার এনে মাপলে তার এ দাবির সত্যতা পাওয়া যাবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা জানান তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

#
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here