#

ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন ওই দুই যুবক। সেতুর ঢালে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

#

বরিশালের চরমোনাই মাহফিলে জুমার নামাজে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।

বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী এলাকার বাসিন্দা। আর নিহত আল আমিনও ওই এলাকারই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) ছগির হোসেন জানান, ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে চরমোনাই মাহফিলে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন ওই দুই যুবক।

সেতুর ঢালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক প্রথমে শরীফকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আল আমিনের।

এসআই আরও জানান, মরদেহ দুটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দুইটি যানই পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here