TT Ads

বরগুনা প্রতিনিধি ||

বরগুনার বামনা হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার আরিফুল ইসলাম গাড়ীর ব্যবহৃত ফি (ইউজার ফি)জমা না দিয়ে আত্বসাত করেছে। স্বাহ্যমন্ত্রনালয়ের উপ সচিব মোঃ আঃ সালাম সাহেবের গোচরে আসলে তিনি বামনা হাসপাতাল পরিদর্শন করতে এসে ঘটনার সত্যতা পান এবং আত্বসাত কৃত টাকা জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।তার নির্দেশনা উপেক্ষা করে মাএ ৪৬০০০ টাকা জমা করেছে। এখনও লক্ষাধিক টাকা জমা করেনি।এ ছাড়াও তার বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ।তিনি তার বাসার বিদ্যুৎ লাইন নিয়েছেন হাসপাতালের পাম্পের লাইন থেকে।তার মিসেস ফেরদৌসী আক্তার আয়া হলেও তিনি আয়ার দায়িত্ব পালন না করে ঔষধ সরবারাহ রুমে বসে থাকেন।তার নিজের একটি এম্বুলেন্স রয়েছে।সরকারী এম্বুলেন্স নষ্ট বলে তার নিজের এম্বুলেন্সে রুগি পাঠাতে বাধ্য করে।তার খুটির জোর কোথায়।বাহির থেকে কোন এম্বুলেন্স আসলে দিতে হয় তাকে উৎকোচ। বরিশালে বামনা থেকে রুগীর ভাড়া সরকারী রেট ১৬৫০ হলেও তিনি রোগীদের কাছ থেকে গ্রহন করেন ৩৫০০ থেকে ৪০০০ টাকা
ইতোপূর্বে ভিবিন্ন অভিযোগে বামনা থেকে বদলী হলেও। পুনরায় আবার ক্ষমতার জোড়ে বামনায় চলে আসে।
উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা বলেন তাকে সরকারী
কোষাগারে টাকা জমা দিতে বলা হয়েছে।অন্য অভিযোগের বিষয় বলেন আমি খতিয়ে দেখবো।সত্য হলে আইনানুগ ব্যবস্হা নিবো।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *