#

 

#

নিজস্ব প্রতিবেদক ঃ বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল মজুদ রাখার অপরাধে বাকেরগঞ্জের মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত । একই সাথে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামী মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলকে খালাস দেয়া হয়। ২৮ ফেব্রুয়ারী রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত কামরুজ্জামান উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদরের ছেলে। রায় ঘোষণার সময় উভয়ই আদালতে অনুপস্থিত ছিল। বেঞ্চ সহকারি রেজাইল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে নগরীর কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কামরুজ্জামানকে আটক করে। এসময় তার সহযোগী বিসিক বাবুল পালিয়ে যায়। এছাড়া জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়াটিয়া বাসায় ফেন্সিডিল মজুদ রাখার কথা স্বীকার করে। পরে দলটি কামরুজ্জামানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরো ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় একই দিন কোতোয়ালি মডেল থানায় দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল ইসলাম। একই বছর ১৬ জুলাই মামলার তদন্তকারি কর্মকর্তা এসি ডিবি এসএম মাহমুদ হাসান আদালতে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামী কামরুজ্জামানকে ওই দণ্ডাদেশ দেন। রায়ের সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here