 
	                            						নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানীর খিলক্ষেত ৩০০ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক আব্দুল্লাহ হেলাল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সারে ৫টার দিকে এ দুঘটনা ঘটে।
নিহত হেলাল বরিশালের হিজলা উপজেলার মাইকখোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিমুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত হেলাল খিলক্ষেত ৩০০ফিটে অবস্থিত ৭১সিকিউরিটি ইনচার্জ ছিল। সেখানেই থাকতো।
এসআই শামিমুল আরও জানান, ভোর সাড়ে ৫টার দিকে ৩০০ফিট পুলিশ হাউজিং এর দক্ষিণ পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে সিকিউরিটি কোম্পানির দাড়োয়ানের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় একটি ট্রাক মোটরসাইকেলসহ হেলালকে চাপা দেয়, এতে তার মৃত্যু হয়।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                    