TT Ads

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহে অস্ত্র ও মাদকসহ নয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ।

গ্রেফতারকৃতরা হলেন, আল আমিন ওরফে আলম (৩২), মো. সুজন মিয়া (২৮), হাবিবুর রহমান রাশেদ (৪০), মো. সিরাজুল ইসলাম (৩০), আবদুল আওয়াল বাবুল (৪০), শান্ত অভিজিৎ রেমা (৪০), মো. সোহাগ মিয়া (৩০), মো. ইলিয়াছ (৪১) ও সোহেল ঢালী (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় একটি পাইপগান, দুটি গুলি, ৭শ’ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এসময় নয়জনকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *