TT Ads

বরিশালে দুজন সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরা হচ্ছে, সদর উপজেলার বুখাইনগর এলাকার চিত্ত রঞ্জন শীল-এর ছেলে পলাশ ও নগরীর চাঁদমারী এলাকার বিমল হালদারের ছেলে বাপ্পী।
সেচ্ছায় নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করে পলাশ মাহামুদুল্লাহ আফফান নাম গ্রহন করেছে। এছাড়া বাপ্পী হালদার মুহাম্মদ ইবরাহীম খলিলুল্লাহ নাম গ্রহন করে হলফনামা দিয়েছে নোটারীপাবলিকের কাছে।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *