নিজস্ব প্রতিবেদক|| বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়া উনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী লাভ করেন।নির্বাচনে জয়লাভ করার পর থেকে বর্তমান সরকার ও আওয়ামী লীগের উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন।
এছাড়া এলাকায় নিজেকে একজন নিষ্ঠাবান চেয়ারম্যান হিসেবে পরিচিতি অর্জনের পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছেন। যার ফলে সরকারের তৃণমূল মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে আসায় ইউনিয়নের সাধারণ মানুষ তার সুফল ভোগ করছে। তার আমলে যে সমস্ত উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, নিজ অর্থায়নে বিলকিস জাহান কলেজের দুই তলা ভবন নির্মাণ করা। যা গত বছর এমপিওভুক্ত হয়েছে। কাঞ্চন সিকদার বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় করা,তুলাতুলি নদীর উপর ব্রিজ নির্মাণ, খয়রাবাদ বোয়ালিয়া ব্রিজ পাস করা,নীলগঞ্জ কৃষ্ণকাঠি একটি ব্রিজ পাস করা,কাটাখালি কয়ার চর তিনটে ব্রিজ কাজ পাস করা। নিজ ইউনিয়নে ১১ কিলোমিটার পাকা রাস্তা কাজ করা। ৩০/৩৫ টি কালভার্ট করা,এবং এরি মধ্যে আরে ১০ টি ব্রিজের কাজ শেষ হয়েছে। এবং আরো ১২ টি ব্রীজের টেন্ডারের অপেক্ষায়। তার আমলে প্রায় ২৫ থেকে ৩০ টি গভীর নলকূপ স্থাপন হয়েছে। খয়রাবাদ বাজার এবং নিলগঞ্জ বাজার উন্নয়নের কাজ করা হয়েছে। ১ হাজার লোক নামাজ পড়ার জন্য আধুনিক মসজিদ নির্মাণ করেছেন।এছাড়াও আরো অনেক উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের ঘর ইউনিয়ন বাসীদের মধ্যেই সঠিকভাবে বন্টন করেছেন। ইউনিয়ন বাসির মধ্যে ভিজিএফ ভিজিডি চাল, বিধবা প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতার কার্ড সঠিকভাবে বন্টন করে ইউনিয়ন বাসের মধ্যে। কোন দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ায় হঠাৎ করে জাতীয় পার্টির নেতা গারুড়িয়া ২ নং ওয়ার্ড উপিসদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার ইউনিয়ন আওয়ামী লীগসহ বাকেরগঞ্জ আওয়ামী লীগের সাথে একত্রিত ভাবে রাজনীতিতে চালিয়ে যাচ্ছি। কিন্তু জাতীয় পার্টির এই নেতা সামনে নির্বাচনকে বানচাল করার জন্য এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহলের কাছ থেকে অর্থ নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু যতোই অপপ্রচার চালাক আমার উন্নয়ন কর্মকান্ড থেমে থাকবে না। এবং আগামীতেও আমার উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। উন্নয়ন কর্মকান্ড ধারাই এর সঠিক জবাব দেওয়া হবে।