#

 

#

নিজস্ব প্রতিবেদক|| বরিশাল মুলাদী উপজেলার মৃধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৭ ই মার্চ জাতীয় দিবস পালন না করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি জাতীয় দিবস পালন না করে বি এন পির ইউনিয়ন সভাপতি মোতাহার হোসেন বাচ্চু সরদার এর নেতৃত্বে বিএনপি কর্মী, জুয়া পরিচালনাকারী সাবেক মেম্বার বেলাল এর নির্বাচনী মিছিল করেছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা জানান সচেতন মহল। মিছিলটি চরকালেখান বাজার হয়ে ময়না বাজার ঘুরে মৃধারহাট বাজার এসে শেষ হয়। ঘটনাটি ঘটেছে গত ৭ ই মার্চ রবিবার বিকেল চারটার সময়। এ ব্যাপারে সেলিম নামের এক বাসিন্দা জানান,ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। সে একজন সহকারী শিক্ষক ছিল। ২০১৯ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা খুশিমতো স্কুলটি পরিচালনা করে এবং এলাকার একজন বিএনপি এবং জামাত এর অর্থ দাতা হিসেবে সবাই তাকে চেনে। বিএনপি কর্মী সাবেক মেম্বার জুয়া পরিচালনাকারী বেলালকে নির্বাচনের জয় করার জন্য বিএনপি’র লোকজন নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু গত বছরও সাবেক মেম্বার বেলাল জুয়া খেলার অভিযোগে হুমায়ুন মাতব্বরের বাসায় বসে প্রশাসনের হাতে আটক হয়।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,ওই প্রধান শিক্ষক নিজেও জুয়া খেলে এবং সুদে টাকা দেন।যা উভয়ই দণ্ডনীয় অপরাধ। সে আরো বলে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর বিচার চাই। (সমস্ত কথার অডিও রেকর্ড রয়েছে)। স্থানীয় আরেকটি সূত্র জানান,৭ ই মার্চ জাতীয় দিবসে স্কুলে সে পতাকা উত্তোলন না করে সে বিএনপি’র মিছিলে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে তার কাছে ফোন দিলে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান,আমি কোনো মিছিল করিনি।আমি একটি বিয়ে খেয়ে এসে সেখানে দাঁড়িয়ে আছি। ওই ঘটনার একটি ভিডিও রয়েছে এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে,সে জানান, আপনার কাছে ভিডিও থাকলে নিউজ করে দেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here