#

 

#

নিজস্ব প্রতিবেদক ঃ নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে মাদক কারবারি তপন কুমার শিকারীকে ৯ বছর কারাদন্ড ও মোখলেছুর রহমানকে ৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তপন কুমার শিকারী পটুয়াখালী জেলার গলাচিপার বোয়ালিয়া এলাকার হরলাল শিকারীর ছেলে। এছাড়া মোখলেছুর রহমান কুমিল্লা জেলার মেঘনার বড় নয়াগাঁও এলাকার আঃ জলিল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তপন ও মোখলেছুর আদালতে উপস্থিত ছিল। বেঞ্চ সহকারি হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৭ সালের ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি সৈয়দুজ্জামান তার সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশালের দোয়ারিকা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তপন কুমার শিকারী ও ৬২০ পিস ইয়াবাসহ মোখলেছুর রহমানকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ এপ্রিল তদন্তকারি কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই সুমন হালদার মামলার চার্জশীট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন। রায় শেষে আসামীদ্বয়কে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here