TT Ads

 

নিজস্ব প্রতিবেদকঃ জি মরফিন ইনজেকশন বিক্রির অপরাধে গোলাম মাহবুব মনোজ নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানায়, সাজাপ্রাপ্ত আসামি মনোজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার খান সড়কস্থ আব্দুর রব খানের ছেলে। তাকে গতবছর ৬ অক্টোবর বরিশাল নগরীর সাগরদী বাজার সংলগ্ন মসজিদের পাশে ইসলামি ব্যাংকের এটিএম বুথের সামনে রাস্তা থেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে কসটেপ প্যাচানো মোড়ক করা ৭০ এম্পুল জি মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এতে ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন থানার এস আই রিয়াজুল ইসলাম । একমাস তদন্ত করে সত্যতা পেয়ে থানার এস আই রোজিনা বেগম গতবছর ১৫ নভেম্বর আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে উপস্থিতিতে মনোজকে ওই সাজা দেয় আদালত । রায় শেষে তাকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে আইনী লড়াই লড়েন এডভোকেট এ কে এম জাহাঙ্গির।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *