নিজস্ব প্রতিবেদকঃ বিক্রির উদ্দেশ্য পিকাপ ভ্যানে করে ফেন্সিডিল সরবরাহ করায় ৪ জনকে সাজা দিয়েছে আদালত। ১৪ মার্চ রবিবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত ৩ জন আসামীর উপস্থিতিতে ও একজনের অনুপস্থিতিতে সাজার রায় দেন। রায়ে ৪ জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড সহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, যশোর জেলার শার্শা উপজেলার বাগ আচড়া এলাকার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম ও জহোর আলী কলুর ছেলে আব্দুস ছালাম এবং সাতক্ষীরা জেলার রামের ডাংগা এলাকার রইচউদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম ও রসুলপুর এলাকার হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলী। তাদের বিরুদ্ধে ২০১১ সালের ২৭ এপ্রিল উজিরপুর থানায় মামলা দায়ের করেন বরিশাল র্যাব ৮ এর সার্জেন্ট আলতাফ হোসেন । অভিযোগে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ ২৭ এপ্রিল উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্দেহ ভাজন ভাবে আসা একটি পিকাপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এধরণের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে তদন্তে সত্যতা পেয়ে ২০১১ সালের ১১ মে থানার এস আই নাসির উদ্দিন আসামীদের বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৭ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ৪ জনের প্রত্যেককে সমান সাজা দেন। রায়ের সময় ছালাম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং উপস্থিত বাকি ৩ জন আসামীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।