#

 

#

নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল নগরীর টপটেন মার্ট শোরুমে লুটতরাজের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এস আই আশরাফুল আলমের রিমান্ড আবেদনের শুনানি শেষে ১৬ মার্চ মঙ্গলবার দ্রুত বিচার আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড মঞ্জুর হওয়া অভিযুক্তরা হচ্ছে, লুতফর রহমান সড়কস্থ ইউনুস আরিন্দার ছেলে আল আমিন হোসেন সোহান (২১), বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার মৃত্যু আব্দুর রহিম কাজীর ছেলে মারুফ হাসান টিটু (২৬),বিএম কলেজের সামনের এলাকার আইনুল হকের ছেলে সুখ রানা হক (২৪),কাশিপুর মহুয়া এলাকার আমির হোসেনের ছেলে মিজান শরীফ (২২) ও নগরীর কশাইখানা এলাকার জয়নাল হাজারীর ছেলে নিলয় আহম্মেদ রাব্বি (২০)। গত ৭ মার্চ বিকেলে টপটেন শোরুমে লুটতরাজ চালিয়ে ৫ জনকে আহত বানিয়ে ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় সন্ত্রাসীরা । এতে গত ৮ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় নামধারী ২১ জন ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন টপ টেন মার্ট শো রুমের ব্রাঞ্চ ম্যানেজার ইমরান শেখ। এঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ দুইদিনে ওই ৫ জন সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১৫ মার্চ আদালতে ওই ৫ জনের ৩ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here