TT Ads

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত আবদুর রব সিকদার হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইদ্রিস মীর, মো. শাহজাহান মীর, মো. সিদ্দীক মীর, মো. জালাল মীর, মো. বেলাল মীর, মো. নূরুল ইসলাম মীর, মো. ওয়াজেদ মীর, মো. আতহার মীর, মো. হাবিব মীর ও মো. বাবুল মীর।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ মে গলাচিপার মুরাদনগরে চাষযোগ্য জমির মধ্যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আবদুর রব সিকদারকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় আবদুর রব সিকদারের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাদীপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কমল দত্ত ও আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কাসেম মামলাটি পরিচালনা করেন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *