TT Ads

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মারণঘাতী করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশ মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য ২/১দিনের মধ্যে বাড়ছে লঞ্চ ভাড়া।

আগামীকাল বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ। একইসঙ্গে ভাড়াও বাড়ানো হবে।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *