#

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় “নো-মাস্ক নো-সার্ভিস” বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর বাজার মনিটরিং এ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নতুন বাজার, নথুল্লাবাদ, এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, রাহাতুল ইসলাম ও মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ ও সামাজিক দূরত্ব রেখে চলাফেরা এবং মাস্ক ব্যতিত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক প্রচারপত্র নো-মাস্ক নো-সার্ভিস সংম্বলিত ফ্যাস্টুন এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ এবং ফ্রি মাস্ক বিতরন করা হয়। অধিকন্তু মাস্ক না পড়ে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করায় ১৫ জন ব্যক্তিকে ৩৭০০ টাকা টাকা জরিমানা করা হয়। অধিকন্তু স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সামগ্রী তথ্য মাস্ক, স্যানিটাইজার ইত্যাদির মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংপূর্বক অতিরিক্ত মূল্য না রাখার বিষয়ে বিভিন্ন ফার্মেসীর মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ও সরকারী নির্দেশনা মোতাবেক গণপরিবহণে ৫০ ভাগ যাত্রী পরিবহণের বিষয়ে বাস মালিক ও চালকদের সতর্ক করা হয়।

#

উক্ত অভিযানে আইন শৃঙখলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ, বরিশাল এর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনগণকে করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসন বরিশালের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here