#

 

#

নিজস্ব প্রতিবেদক || বরিশাল নগরীর কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা শামসুদ্দিন গাজী জোরপূর্বক ভাইয়ের জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। গত ১৬ ই ফেব্রুয়ারি কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় মৃত আয়নাল গাজীর ছেলে মোঃ জানে আলম গাজী বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দিন গাজীকে আসামি করে মামলা করে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালে এসিলেন্ট অফিসের সার্ভেয়ার কে তদন্ত করে আগামী ৩ মে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু আসামি ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি দলবল নিয়ে জানে আলম গাজীর জমি দখল নিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময়ে বাদী ও তার পরিবার বাধা দিলে তাদের খুন-জখমের হুমকি দেয় আসামি। গত ১৭ ই ফেব্রুয়ারি কাউনিয়া থানা পুলিশ আসামি ও বাদীপক্ষকে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে কোন ধরনের কাজ না করার নির্দেশ দেন। উভয়পক্ষকে স্ব-স্ব স্থানে থাকার কথা বলেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বর্তমানে রাতের আধারে আসামি শামসুদ্দিন গাজী নিজের ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here