বিগত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পিরোজপুরের মানুষের জীবনযাত্রা। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী পেশার মানুষ। বৃষ্টির কারণে কর্মহীন হয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তারা।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিগত কয়েক মাস ধরে মারাত্মক ভোগান্তিতে রয়েছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
তবে কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, আশার সঞ্চার হয়েছে তাদের মাঝে। যে যার মত ফিরেছেন কাজে। তবে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই আবার নতুন করে বিপাকে পড়েছেন তারা। গত কয়েক দিনের অপ্রত্যাশিত বৃষ্টির কারণে আবারও দুর্বিষহ হয়ে পড়েছে তাদের জীবন।
বৃষ্টির কারণে রাস্তায় খুব একটা লোকজন বের না হওয়ায় উপার্জন কমেছে ছোট বড় যানবাহনের চালকদের। আর এর প্রভাব পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ দৈনিক কাজের অন্যান্য ক্ষেত্রেও। ফলে উপার্জিত অর্থ দিয়ে দৈনন্দিন খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন তারা।