#

 

#

শাওন ইসলামঃ মারণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে সরকারি নির্দেশ মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ। একইসঙ্গে ভাড়াও বাড়ানো ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হলেও সরকারে নির্দেশনা মানেনি যথাযথ লঞ্চ কতৃর্পক্ষ।গত বৃহস্পতিবা (১এপ্রিল)ঢাকা-বরিশাল লঞ্চ কুয়াকাটা-২ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে অাসে কিন্ত লঞ্চ কতৃর্পক্ষ স্বাস্হবিধি না মেনে অতিরীক্ত যাত্রী তোলেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া বেশী নেয় যাত্রীদের কাছ থেকে।এ সময় লঞ্চের ডেকে থাকা যাত্রীরা মাঝ নদীতে বসে বিক্ষোভ করে।ঢাকা থেকে বরিশালে কুয়াকাটা-২ এর যাত্রী ভাটিখানার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম প্রতিবেদকে জানান,ঢাকা সদর ঘাট থেকে কুয়াকাটা-২ লঞ্চ কতৃর্পক্ষ যাত্রী ডেকে তোলেন।লঞ্চের ভিতরে কোন সরকারী নির্দেশনা স্বাস্থবিধির কোন বালাই ছিল না।কিন্তু লঞ্চ কতৃর্পক্ষ ডেকের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া প্রত্যেক যাত্রীরে কাছ থেকে ৪০০ টাকা ভাড়া আদায় করেন।এরই প্রতিবাদে মাঝ নদী বসে ডেকের যাত্রীরা লঞ্চে বিক্ষোভ করেন।এ ব্যাপারে ঢাকা-বরিশাল লন্ঞ্চ কুয়াকাটা-২ কতৃর্পক্ষের সাথে যোগাযোগ করার হলে পাওয়া যায়নি।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here