নিজস্ব প্রতিবেদক : নগরীর ৩ নং ওয়ার্ড ভাটিখানা শুনিয়া মসজিদ গলিতে প্রকাশ্যে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে মোছাম্মদ সুরাইয়া বেগম এবং জাফর আলী মৃধা স্বামী-স্ত্রী উভয়ে একত্রে তিন শতাংশ জমি ক্রয় করেন যার মৌজা গাউয়ারশার জে এল নং৪৬। এস এ খতিয়ান নং১৫, এস এ দাগ নং৫০৪। উল্লিখিত জমি ক্রয় করার পর স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সৈয়দ হাবিবুর রহমান ফারুক এর উপস্থিতিতে ক্রয় কৃত জমির মাপজোপ সম্পন্ন করে জমি ভোগ দখলে আসেন। পাশাপাশি ভবন নির্মাণের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন হইতে প্লান পাস করিয়ে নেন। জমির মালিক জাফর আলী মির্ধা। কিন্তু পার্শ্ববর্তী জমির মালিক স্থানীয় মৃত ইউনুস এর ছেলে মোহাম্মদ অপু(৩৫) জাফর আলী মৃধার প্লান পাস করানো ভবনটি তুলতে বাধা দিয়ে রাস্তা দেখিয়ে জমি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় জমির মালিক জাফর আলী মৃধা নিজের ক্রয়কৃত জমি না ছাড়ার কথা জানিয়ে দেন। এদিকে ক্ষমতার বলে গতকাল উল্লেখিত জমিতে রাতের আধারে অবৈধভাবে জোর দখলের উদ্দেশ্যে লোকজন নিয়ে নিজেই ঘর তুলে নেয় অপু। জানা যায়, উল্লেখিত জমির মালিক জাফর আলী মৃধা ও সুরাইয়া বেগম এবং এই জমিতে উপর কোন অংশীদারিত্ব নেই। আমার কোন কাগজ পত্র বা অংশীদারিত্ব না থাকা সত্ত্বেও গায়ের জোরে রাতের আধারে ঘর তুলে খুঁটি গেড়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালায়। এখনো পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা না নিলেও খুব শীঘ্রই প্রশাসনের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছেন জমির মালিক জাফর আলী মৃধা।