মহামারি করোনা প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সচেতনতামূলক র্যালী ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) বেলা সোয়া ১১টায় নগরীর জিলা স্কুল মোড় থেকে র্যালীটি বের হয়।
বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএমবার এর নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে গোটা নগরীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মোটরযান র্যালী ও লকডাউন কার্যকর কর্মসূচি শুরু হয়।
বর্ণাঢ্য এ র্যালীটি নগরীর জেলাস্কুল মোড় থেকে শুরু হয়ে জেলখানা মোড়, নথুল্লাবাদ ও রুপাতলী প্রদক্ষিণ করে শেষ হয়।
এর আগে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেন, করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যই এ প্রচারণা। তিনি বলেন, বিএমপির প্রত্যেকটি সদস্য অতীতের ন্যায় করোনা প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করবেন।