#

বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল করেছেন চালকরা। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে এই মিছিল কর্মসূচি শুরু হয়।

#

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও এর শ্রমিক ফ্রন্টর আহ্বানে প্রায় পাঁচ শতাধিক চালক রিকশা মিছিলে অংশ নেন। মিছিলটি নগরীর সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ আমতলা মোড় ঘুরে সিটি করপোরেশনের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা স্লোগান দেন, খাবার না দিলে লকডাউন মানি না।

রিকশা চালক বাচ্চু বলেন, আমারা রিকশা চালিয়ে খাই। রিকশা বন্ধ হলে কী খেয়ে থাকবো সেই ব্যবস্থা না করেই লকডাউন চলছে।’

আরেক রিকশাচালক কুদ্দুস বলেন, রিকশা নিয়ে বের হলেই পুলিশ আমাদের হয়রানি করে। আমরা কি তাহলে না খেয়ে থাকবো?

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার বলেন, ‘বিগত লকডাউনে সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের কাছ থেকে কিছু সহায়তা পাওয়া গেলেও এবার কোনো তরফ থেকে কিছু পাওয়া যাচ্ছে না।’

রিকশা-ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক বলেন, বরিশালে পাঁচ থেকে ছয় হাজার রিকশা শ্রমিক রয়েছেন। এদের নিয়ে কেউ চিন্তা করছে না। অনেকে গ্রামে চলে গেছেন, কেউ কেউ বস্তিতে কোনো রকমে দিন কাটাচ্ছেন।’

বাসদ বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, ‘আমরা লকডাউনের বিরোধিতা করছি না। শ্রমিক যারা দিন আনে দিন খায় তাদের রেশনের দাবি করছি। তাদের ফ্রি করোনা পরীক্ষার দাবি করছি। এটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।’

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here