TT Ads

 

আজ ৪ মে মঙ্গলবার  বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সাহসী সংবাদ পত্রিকায় ” বাকেরগঞ্জ ৮ নং নলুয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ ” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূন্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমি কোন জেলেদের চাল আত্মসাৎ করে নি।
প্রকৃত জেলেদের আমি চাল বিতরণ করেছি
এলাকায় থাকেন না,অন্য পেশাজীবী, জনপ্রতিনিধি,এবং আমার নির্বাচন করেছে যারা, দলের লোকজনের, আত্মীয়-স্বজন,একটি চাল আমি দেইনি। তবে জেলেদের জাল আমি সম্বনয় করে দিয়েছি। কারণ হল জেলে আছে ৩৭৫ জন অন্যদিকে বরাদ্দ এসেছে ১৩০ জনের নামে। তাই ১৩০ জনের বরাদ্দ ৩৭৫ জনের মধ্যে সমন্বয় করে ভাগ করে দিয়েছি।যা এলাকায় খোঁজ নিলি সবাই জানতে পারিবে।
আমার নামে কাবিখা, কাবিটা, অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ দিনের কর্মসূচি, এলজিএসপি কোন অভিযোগ নেই।
এলাকায় আমি এবং আমার পরিবারের সুনাম রয়েছে।চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় আমি সুনাম এর সহিত কাজ করে যাচ্ছি।

প্রকৃত পক্ষে এক শ্রেনীর কূচক্রী মহল আমার ও আমার পরিবারের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে সাংবাদিক ভাইদেরকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক-

ফিরোজ আলম খান চেয়ারম্যান
বাকেরগঞ্জ ৮ নং নলুয়া ইউনিয়ন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *