TT Ads

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মোল্যা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বেঁজিডাঙ্গা ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার ফরিদপুর জেলা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানায়।

 

আটক সুমন মোল্যা ফরিদপুরের  আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের শের আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী উপজেলার জাটিগ্রামে তার মামাবাড়ি থেকে পড়ালেখা করতো। গত ৩০ এপ্রিল দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে অভিযুক্ত তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি খুলে বলে। এসময় তার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত ১ মে কিশোরীর মামা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় সুমন মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত সুমন মোল্লা।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *