বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বজ্রপাতে কালু মুন্সি (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কালু মুন্সি পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জালিশা গ্রামের মমিন উদ্দিন মুন্সির ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালু বরিশাল থেকে পেয়ারপুর বাজার হয়ে দুমকি বাড়িতে ফিরছিলেন। পেয়ারপুর বাজারে আসলে বৃষ্টি নামায় কালু একটি দোকানে আশ্রয় নিতে যান। সেখানে আরো মানুষ থাকায় পার্শ্ববর্তী একটি রেইন্ট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ান।
এসময় ওই গাছটির ওপর বজ্রপাত পড়লে এর আঘাতে গাছের নিচে আশ্রয় নেয়া কালুর মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে দোকানে থাকা আরও কয়েকজন আহত হন। বজ্রপাতের আঘাতে রেইন্ট্রি গাছটির মাঝখান থেকে চিড় ধরে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান ওসি।