এস এম মিরাজ|| টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরিশাল অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। এ বছর দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর বরিশাল নগরীসহ আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।
আজ সোমবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। এতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে বরিশালে।
তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
বরিশাল সদর রোডের সুমন দাস বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশালসহ দেশের আট বিভাগের জেলাগুলো রাতে ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।’