#

 

#

রাজবাড়ির বালিয়াকান্দি’র ইউএনও আম্বিয়া সুলতানা নাসরিনকে নিয়ে গত ৩১ মে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনগড়া সংবাদ পরিবেশন করেন তার ননদ জান্নাত আরা। যা বরিশালের স্থানীয় দৈনিক আলোকিত বরিশাল, দৈনিক মতবাদ, দৈনিক কীর্তনখোলা, দৈনিক শাহানামা, দৈনিক সমায়ের বার্তা, দৈনিক বরিশালের কথা সহ বেশ কয়টি আঞ্চলিক পএিকায় বিভিন্ন শিরোনামে ইউএনও আম্বিয়া সুলতানা নাসরিনকে নিয়ে সংবাদ হয়েছে। এই সংবাদের ভিন্ন মত প্রকাশ করে রাজবাড়ি জেলার বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, এটি আমার স্বামী, শাশুড়ী ও ননদের পারিবারিক বিষয়। এখানে আমার কোন বিষয় নই। এ বিষয়ে কখনো কান দেই না। আমি এই সম্পদের ওয়ারিশ ও না। আমি চাকরির সুবাদে রাজবাড়ির বালিয়াকান্দি থাকি। আমার সম্মান হেয় করার জন্য আমাকে জড়িয়ে যেসব তথ্য দেয়া হয়েছে তা সত্য নয়। আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্যই এধরনের বক্তব্য দিয়েছে। এটা তাদের পারিবারিক বিষয়। এখানে আমি বসবাসও করি না। এ ধরনের সংবাদ প্রকাশ করিয়ে তাদের কি লাভ হয়েছে তাও আমার বোধগম্য নয়। আমি চাই তাদের এই সমস্যা তারা নিজেরাই মিটিয়ে ফেলুক। তাতে আমার কোন আপত্তিই নেই। আমি এই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউএনও আম্বিয়ার শাশুড়ী জানান, আমার মেয়ের বিবাহ হয়েছে। কিন্তু শশুড়আলয় তুলে নিচ্ছে না। কারন, তুলে নিতে হলে আমার মেয়ের নামে বাড়ির দোতালা লিখে দিতে হবে। তার জন্য তারা আমার মেয়েকে চাপ সৃষ্টি করে। তাই মেয়ে তার সংসার বাচাঁনোর জন্য আমার ওপর বারবার চাপ সৃষ্টি করে। কিন্তু আমি বাড়ি লিখে দিতে অস্বীকার করলে আমার ওপর বারবার চড়াও হয় এবং আমার গায়েও হাত তোলে। তারপর আমি সহ্য না করতে পেরে ৯৯৯ নম্বরে কল করি। তারপর পুলিশ এসে সবকিছু শুনে আমার বাড়ি থেকে তাদেরকে নামিয়ে দেয়। আমার বক্তব্য, আমার মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে যতুটুকু সম্পত্তি সে পাবে তাকে ততুুটুকুই দেয়া হবে। কিন্তু আমি জীবিত অবস্থায় কাউকেই বাড়ি ও সম্পত্তি লিখে দিতে রাজি না। আমার ছেলে ও ছেলের বউ ইউএনও এখানে থাকে না। আমার ছেলে বউ এ বিয়য়ে কোন মাথা ব্যাথাও নেই। সে তার কাজ ও সংসার নিয়ে সে সময় ব্যস্ত থাকে। কেন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে তাও আমার জানা নেই। আমার পরিবারদের কে নিয়ে আমার মেয়ে জান্নাত আরা মনগড়া তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তার আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জান্নাত আরার ভাই মোঃ আসিফ ইকবাল জানান, আমার বোন দীর্ঘদিন যাবত শশুড়আলয় যাওয়ার জন্য চেষ্টা করেছে । কিন্তু আমার বোনের শাশুড়ী এবং স্বামী সাফ জানিয়ে দিয়েছে বাড়ির দোতালা, সম্পত্তি এবং ব্যাংকে গচ্ছিত নগদ টাকা আমার বোনের নামে লিখে না দিলে তারা আমার বোনকে শশুড়আলয় নিবে না। আমার বোন সংসার বাচাঁনোর জন্য প্রতিনিয়িত আমার মায়ের উপর চাপ প্রয়োগ করতো এবং এক পর্যায়ে তার গায়ে হাত তোলা শুরু করে। আমার মা তার জীবনের নিরাপত্তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা নেন। আমি ঢাকায় চাকরি করি। এই সুযোগে আমার বোনের স্বামী ও তার মা পরিকল্পিত ভাবে সম্পত্তি হাসিলের উদ্দেশ্যে আমার মায়ের ওপর হামলা করে। আমরা তার কোন সার্টিফিকেট, পাশ বই, গহনা, জামা কাপড় কোন কিছুই আটকে রাখিনি। সব কিছুই তার ব্যক্তিগত রুমের ব্যক্তিগত আলমারিতে রক্ষিত আছে। যার চাবি আমার বোন জান্নাত আরা’র কাছেই আছে। আমি এবং আমার স্ত্রী কোন ভাবেই তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করিনি। কারন, আমরা এই সম্পত্তির মালিক নই। এই সম্পত্তির মালিক আমার মা। আমার পিতার সম্পত্তি আমার চাচা ও ফুফুদের সাথে এজমালি আছে। যা এখোনো ভাগ-বাটোয়ারা হয়নি। আমার বোন জান্নাত আরা মনগড়া তথ্য দিয়ে আমাদের নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তার আমি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
হাওয়া নূর বেগম
জানুসিংহ রোড, কাউনিয়া ২নং ওয়ার্ড, বরিশাল ।
মোঃ আসিফ ইকবাল, ঢাকা।
আম্বিয়া সুলতানা নাসরিন
ইউএনও, বালিয়াকান্দি, রাজবাড়ি ।

#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here