TT Ads

নিজস্ব প্রতিবেদক || এলাকার চিহ্নিত চোর নিয়ে মেম্বার প্রার্থী দীর্ঘদিন নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে। চোর নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ঘটনা বলায়।বর্তমান মেম্বার সহ তার পরিবারের চার সদস্যকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে নতুন মেম্বার প্রার্থী ও তার ক্যাডার বাহিনী।ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার আমতলী উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামে।আহত সূত্রে জানা যায়,জব্বার প্যাদা ফুটবল প্রতীক নিয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করেন।আর তার এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এলাকার চিহ্নিত চোর ও একাধিক মামলার আসামি ভাষান কে নিয়ে।এলাকার এই চিহ্নিত চোর সর্বশেষ স্টান্ডে একটি দোকান চুরি করে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।এ ঘটনা নিয়ে একটি চুরির মামলা হয়। ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার জহীরের ভাই এই ঘটনা একটি পরিবারকে বলাই, মেম্বার প্রার্থী জব্বার পাদা ক্ষিপ্ত হয়ে তার ক্যাডার বাহিনী নিয়ে গত ১৩ ই জুন রবিবার সন্ধ্যা ছয়টার সময় জহির মেম্বারের নিজ বাড়িতে হামলা চালায়।বাড়িতে ঢুকে জহির মেম্বারসহ তার দুই ভাই শাহরিয়া (৪৬) ও রাসাওয়ান ও বৃদ্ধ পিতা মজিবুর মাতুব্বরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথার ওপর কুপিয়ে জখম করে।অতঃপর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতলে নিয়ে যায়।শাহরিয়ারের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।এঘটনায় বর্তমান মেম্বারের ফুপাতো ভাই ফেরদৌস খান কিসলু বাদী হয়ে ২০ জনকে আসামি করে ও ৩০ জনের নামে অজ্ঞাত নামা  একটি মামলা করে।মামলা নম্বর ২০।মামলার আসামিরা হলো, জব্বার প্যাদা,জলিল, খলিল,ফোরকান ও আলমগীর, কামাল,জাহিদ,আব্দুলসত্তার,সালাম প্যাদা, ইউসুফ,জলিল প্যাদা,মালেক প্যাদা,খালেক, জাহিদ, ইব্রাহিম,ভাষান,হৃদয়সহ অজ্ঞাত নামা আরো ৩০ জন।

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *