জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আশোকাঠির হালিম ইঞ্জিনিয়ারের ছেলে সুমন মোল্লা। জাতিসংঘের আন্তর্জাতিক অঙ্গনে ২০১৬ সনে কাজ শুরু করলেও, সম্প্রতি জতিসংঘের মহাসচিব তাকে জাতিসংঘের দীর্ঘ মেয়াদী স্থায়ী আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দান করেন।
কনিষ্ঠতম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ মেয়াদী নিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশ মিশন তাকে অভিনন্দন জানায়।
বর্তমানে তিনি দক্ষিণ সুদানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধী শনাক্ত করা দলের দলনেতা হিসেবে কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পূর্বে তিনি ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল’ ও ‘জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থ্যা’ তে কর্মরত ছিলেন।
গৌরনদীতে শিক্ষার্থী ছিলেন আশোকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালরদী মাধ্যমিক বিদ্যালয়ে, পরবর্তীতে টেলিযোগাযোগ, কম্পিউটার সায়েন্স ও কৃত্রিম বুদ্ধমত্তা নিয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন একাধিক দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে। কর্মস্থল দক্ষিণ সুদানেই তার বসবাস তবে তার স্ত্রী ও মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।